Friday, 25 September 2020

কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে।

 কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে।
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।
তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার,
পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্‌-কথার-
পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে।।
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
আমি যাই ভেসেদূর দিশে-
পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা মনে মনে।

No comments:

Post a Comment