Friday, 25 September 2020

আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল

 টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম
বাজাই
বাংলাদেশের ঢোল
সব ভুলে যাই তাও ভুলিনা
বাংলা মায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই।

বাংলা জনম দিলা আমারে
বাংলা জনম দিলা আমারে
তোমার পরাণ আমার পরাণী
এক নাড়িতে বাধারে
মা পুতের এই বাধন ছেড়ার
সাধ্য কারো নাই।
সব ভুলে যাই তাও ভুলিনা
বাংলা মায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই।

মা তোমার মাটির সুরে
সুরেতে
মা তোমার মাটির সুরে
সুরেতে
আমার জীবন জোড়াইলা
মাগো,
আমার জীবন জোড়াইলা
বাউল ভাটিয়ালীতে।
বাংলার মাটির সুরে
সুরেতে
পরাণ খুইলা মেঘনা,
তিতাস
পদ্মারই গান গাই।
সব ভুলে যাই তাও ভুলিনা
বাংলা মায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই।

বাজে ঢোল নরম গরম
তালেতে
বাজে ঢোল নরম গরম
তালেতে
বিসর্জনের ব্যাথা
ভোলায়
আগমনীর খুশিতে
বাজে ঢোল নরম গরম
তালেতে
বাংলাদেশের ঢোলের সুরে
ছন্দপতন নাই
সব ভুলে যাই তাও ভুলিনা
বাংলা মায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই।

টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম
বাজাই
বাংলাদেশের ঢোল
সব ভুলে যাই তাও ভুলিনা
বাংলা মায়ের কোল
বাংলা মায়ের কোল
বাংলা মায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল।

No comments:

Post a Comment