অ নাতিন বড়ই খা, বড়ই খা, আতে লইয়া নুন।
ঠেইল ভাঙিয়া পইজ্জে নাতিন বড়ই গাছত্তুন।
কেউ কয়যে আছে নাতিন কেউ কয়যে নাই
চোখকুন পাকায় চায় রইয়ে লাল বড়ইরলাই
ছোট নাতিন থেঁয়াই রইয়ে গাছর তলাৎ যায়
বড় নাতিন গাছৎ উঠ্যে পড়ি মরিবেললাই
নানীয়ে কয় গাছৎ উডি বড়ই ন পারিস
গাছর মধ্যে কোঁডা লাগাই বড়ইগুন ঝারিস
পাড়ার পোয়া বেগগুন আস্যে বড়ই খাইবাললাই
কেঁচা পনা বেগগুন পাইয্যে গাছৎ বড়ই নাই
নানীর কথা ন মানি তুই বিপদ ডাকিলি
এত গড়ি কইলাম নাতিন নহুনিলি কথা
বড়ই গাছর উত্তুন পড়ি ফাডাইলি তোর মাথা
No comments:
Post a Comment