Friday, 25 September 2020

রূপ সাগরে ঝলক মারিয়া

 রূপ সাগরে ঝলক মারিয়া

রূপ সাগরে ঝলক মারিয়া

কি রূপ তুই দেখালি মোরে

একবার এসে প্রাণও রে বন্ধু

দেখা দাও মোরে

প্রাণও বন্ধু রে
একবার এসে প্রাণও রে বন্ধু

দেখা দাও মোরে

রূপ সাগরে ঝলক মারিয়া

পাগল করলি আমারে
একবার এসে প্রাণও রে বন্ধু

দেখা দাও মোরে

প্রাণও বন্ধু রে

একবার এসে প্রাণও রে বন্ধু

দেখা দাও মোরে


একি বন্ধু তোমারে ই নীতি

দেশ বিদেশে মন দিয়া বন্ধু

কররে পিরিতি

একি বন্ধু তোমারে ই নীতি

দেশ বিদেশে মন দিয়া বন্ধু

কররে পিরিতি

এই পিরিতি যারে ধরে

এই পিরিতি যারে ধরে

অন্তর পুইড়া ছাঁই করে

একবার এসে প্রাণও রে বন্ধু

দেখা দাও মোরে

প্রাণও বন্ধু রে

একবার এসে প্রাণও রে বন্ধু

দেখা দাও মোরে


একি তোমার প্রেমেরও ধারা
আশায় আশায় মন দিয়া গেলা

না দিলা সাড়া

একি তোমার প্রেমেরও ধারা
আশায় আশায় মন দিয়া গেলা

না দিলা সাড়া

চিত্তের আগুন জ্বইলা উঠে

চিত্তের আগুন জ্বইলা উঠে

কি দিয়া নিভাই তারে

একবার এসে প্রাণও রে বন্ধু

দেখা দাও মোরে

রূপ সাগরে ঝলক মারিয়া

কি রূপ তুই দেখালি মোরে

একবার এসে প্রাণও রে বন্ধু

দেখা দাও মোরে

প্রাণও বন্ধু রে

একবার এসে প্রাণও রে বন্ধু

দেখা দাও মোরে

রূপ সাগরে ঝলক মারিয়া

পাগল করলি আমারে
একবার এসে প্রাণও রে বন্ধু

দেখা দাও মোরে

একবার এসে প্রাণও রে বন্ধু

দেখা দাও মোরে

No comments:

Post a Comment