রূপ সাগরে ঝলক মারিয়া
রূপ সাগরে ঝলক মারিয়া
কি রূপ তুই দেখালি মোরে
একবার এসে প্রাণও রে বন্ধু
দেখা দাও মোরে
প্রাণও বন্ধু রে
একবার এসে প্রাণও রে বন্ধু
দেখা দাও মোরে
রূপ সাগরে ঝলক মারিয়া
পাগল করলি আমারে
একবার এসে প্রাণও রে বন্ধু
দেখা দাও মোরে
প্রাণও বন্ধু রে
একবার এসে প্রাণও রে বন্ধু
দেখা দাও মোরে
একি বন্ধু তোমারে ই নীতি
দেশ বিদেশে মন দিয়া বন্ধু
কররে পিরিতি
একি বন্ধু তোমারে ই নীতি
দেশ বিদেশে মন দিয়া বন্ধু
কররে পিরিতি
এই পিরিতি যারে ধরে
এই পিরিতি যারে ধরে
অন্তর পুইড়া ছাঁই করে
একবার এসে প্রাণও রে বন্ধু
দেখা দাও মোরে
প্রাণও বন্ধু রে
একবার এসে প্রাণও রে বন্ধু
দেখা দাও মোরে
একি তোমার প্রেমেরও ধারা
আশায় আশায় মন দিয়া গেলা
না দিলা সাড়া
একি তোমার প্রেমেরও ধারা
আশায় আশায় মন দিয়া গেলা
না দিলা সাড়া
চিত্তের আগুন জ্বইলা উঠে
চিত্তের আগুন জ্বইলা উঠে
কি দিয়া নিভাই তারে
একবার এসে প্রাণও রে বন্ধু
দেখা দাও মোরে
রূপ সাগরে ঝলক মারিয়া
কি রূপ তুই দেখালি মোরে
একবার এসে প্রাণও রে বন্ধু
দেখা দাও মোরে
প্রাণও বন্ধু রে
একবার এসে প্রাণও রে বন্ধু
দেখা দাও মোরে
রূপ সাগরে ঝলক মারিয়া
পাগল করলি আমারে
একবার এসে প্রাণও রে বন্ধু
দেখা দাও মোরে
একবার এসে প্রাণও রে বন্ধু
দেখা দাও মোরে
Friday, 25 September 2020
রূপ সাগরে ঝলক মারিয়া
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment