Saturday, 26 September 2020

আমার এ ভালবাসা জানি'গো তোমার

 আমার এ ভালবাসা জানি'গো তোমার

ক্ষনিকের ভালো লাগা ফুল

ক্ষণিক কবরী মাঝে দিয়েছিলে ঠাঁই

তারপরে ভেঙ্গে গেছে ভুল

ক্ষনিকের ভালো লাগা ফুল

আমার এ ভালবাসা জানি'গো তোমার

ক্ষনিকের ভালো লাগা ফুল

তব হিয়া নীলিমার পরে

রং জেগেছিল,

রং জেগেছিল থরে থরে

না শুকাতে তৃণ দলে

প্রভাত শিশির মুছিলো সে বরণ আকুল

ক্ষনিকের ভালো লাগা ফুল

কুঞ্জ ছায়ায় বসে, অবসর ক্ষণে

শুনে ছিলে যে পাখির গান

ক্ষণ-পরে গেছো ভুলে

ক্ষণ-পরে গেছো ভুলে

সে নীড়হারারে, ভাললাগা হলে অবসান

মোর প্রেম সে তোমারি জান্

মোর প্রেম সে তোমারি জানি,

ক্ষনিকের লীলা-তরী খানি

ক্ষণিক লীলার স্রোতে দিয়েছো ভাসাই

অকূলে সে হারায়েছে কূল

ক্ষনিকের ভালো লাগা ফুল

আমার এ ভালবাসা জানি'গো তোমার

ক্ষনিকের ভালো লাগা ফুল

No comments:

Post a Comment