Saturday, 25 June 2022

তোদের বুকে জ্বালা আর আমার হাসির পালা

 [আমাদের চারপাশে অতি সামান্য কিছু মানুষ আছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না । আসলে তারা নিজেদেরকে অন্যের চেয়ে কোনো বিষয়ে হীন মনে করে । তারা তাদের আচরণে তা প্রকাশ করে । তারা অন্যকে নিচু করে নিজেকে উচু করতে চায় । এটা তাদের মানসিক সমস্যা । তাদের আচরণ এতটাই বিরক্তিকর যা বলে বুঝানো যাবে না । তবুও তাদের এ আচরণে প্রতিবাদ করা যায় না । কারণ তারা অতি নিকটের ব্যক্তিদের মধ্যেই হয়ে থাকে । তাদের উদ্দেশ্যে আমার এই গানের বোমা... ]

তোরা যারা আমার সুখে ভেতর থেকে জ্বলিস

সুযোগ পেলেই মাইক মেরে কটু কথা বলিস

হ্যাঁ আমার সুখে কাতর যারা চাইছি তোদের বলতে

পরনিন্দা ছেড়ে শেখ, আপন পথে চলতে ।(২) 

মুখোশ পড়ে আপন সেজে সামনে আসিস ঠিক 

পিছে তোদের কাজগুলো সব আস্ত মুনাফিক । 

 

যতই করিস হিংসা তোরা করিনা তো কেয়ার

তোরাই রাখিস উচ্চে তুলে আমার বসার চেয়ার।

ভয় করিনা যে যাই বলুক সবই গলার মালা

তোদের বুকে জ্বালা আর আমার হাসির পালা। 

 

তোমার আমার উন্নতিতে কষ্ট যাদের লাগে

মুখের উপর কাজেই জবাব দেবো তাদের আগে

শকুনেরই দোয়ায় কভু গরু কি আর মরে?

তোদের হিংসায় আমার বিজয় একটু একটু করে। 

 

যতই করিস হিংসা তোরা করিনা তো কেয়ার

তোরাই রাখিস উচ্চে তুলে আমার বসার চেয়ার।

ভয় করিনা যে যাই বলুক সবই গলার মালা

তোদের বুকে জ্বালা আর আমার হাসির পালা। 


আমার ভালা দেখলে যাদের মুখখানা হয় কালা

আসল কারণ মাথায় তাদের স্ক্রুটাই ঢিলা।

গানের বোমা দিলাম ছুড়ে এই দোয়াটাই করি

সুস্থ হয়ে উঠিস তোরা হিংসা-বিদ্বেষ ছাড়ি। 

 

যতই করিস হিংসা তোরা করিনা তো কেয়ার

তোরাই রাখিস উচ্চে তুলে আমার বসার চেয়ার।

ভয় করিনা যে যাই বলুক সবই গলার মালা

তোদের বুকে জ্বালা আর আমার হাসির পালা।

 

No comments:

Post a Comment