তোমার কথা মনে হলে এ কব্জি হারায় জোর
Muhammad Abul Bashar Khan
ঘুমন্ত এ মন হঠাৎ জেগে উঠে কোন্ আবেশে
মুখরিত হয়ে।
শুন্য এ বুকের মাঝে মহাসাগরের উত্তাল ঢেউ
যায় যে বয়ে।
জানি না আমি ভালোবাসা কি, কিবা প্রেম-বিমোহন
শুধু জানি তোমায় আমার খুব বেশি প্রয়োজন।
তোমার কথা মনে হলে এ কব্জি হারায় জোর
তোমার নামটা শুনলে পরেই ভেঙ্গে হই যে চূর।।
তোমার জন্য পাগল আমি দেহে জ্বর সর্বক্ষণ
ভুলে গেছি ক্ষুধা-তৃষ্ণা, পান কিবা ভক্ষণ।
হোমিও ডাক্তার বলেন এসে মিষ্টি হাসি হেসে
যাতে রোগ বাড়ে আবার তাতেই নাকি সারে।
তাইতো প্রেম জোয়ারে ভেসে রিক্ত হস্তে
ভিক্ষে চাহি এসে প্রিয়া তোমার দ্বারে।
দাও গো আমায় সেই মহৌষধ যাতে এ কষ্ট
হয় গো দূর।
তোমার কথা মনে হলে এ কব্জি হারায় জোর
তোমার নামটা শুনলে পরেই ভেঙ্গে হই যে চূর।।
দয়া কর এ হাত ধর, শুষ্ক হৃদয় সিক্ত কর।
দাও প্রিয়া দুঃখের গানে মিষ্টি সুখের সুর।
তোমার কথা মনে হলে এ কব্জি হারায় জোর
তোমার নামটা শুনলে পরেই ভেঙ্গে হই যে চূর।।
No comments:
Post a Comment