Monday, 26 September 2022

আগে কি সুন্দর দিন কাটাইতাম

আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম

হিন্দু বাড়িতে যাত্রা গান হইত
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম
জারি গান, বাউল গান
আনন্দের তুফান
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম 

আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম

বর্ষা যখন হইত,
গাজির গান আইত,
রংগে ঢংগে গাইত
আনন্দ পাইতাম
কে হবে মেম্বার,
কে বা গ্রামসরকার
আমরা কি তার খবরও লইতাম
হায়রে আমরা কি তার খবরও লইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম

আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম 

বিবাদও ঘটিলে পঞ্চায়েতের বলে

গরিব কাঙ্গালের বিচার পাইতাম

মানুষ ছিল সরল ছিল ধর্মবল 

এখন সবাই ভাবে বড়লোক হইতাম হায়রে 

এখন সবাই ভাবে বড়লোক হইতাম 

আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম

করি সেই ভাবনা
সেই দিন আর পাব নাহ
ছিল বাসনা সুখি হইতাম
দিন হতে দিন
আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম হায়রে 

করিম দীনহীন কোন পথে যাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম….

——————
শাহ আব্দুল করিম

 

Thursday, 30 June 2022

Assalamu alaika ya rasoolullah by Maher Zain

 Raqqat ‘ainaya shawqan

wa li Taibata tharafat ‘ishqan

Fa’ataytu ila habibi
fahda’ ya qalbu wa rifqan
Salli ‘ala Muhammad.

Assalamu alayka ya...... Ya Rasool Allah

Assalamu alayka ya
habibi, Ya Nabiyya Allah.

Assalamu alayka ya.. Ya Rasool Allah
Assalamu alayka ya
habibi Ya Nabiyya Allah.
Ya Rasool Allah



Qalbun bil Haqqi ta’allaq

wa bi ghari hira’a ta’allaq

Yabki yas’alu khaliqahu
fa’atahul wahyu fa’ashraq
Iqra’ iqra’ ya Muhammad.

Assalamu alayka ya... Ya Rasool Allah

Assalamu alayka ya habibi
Ya Nabiyya Allah...

Assalamu alayka ya.... Ya Rasool Allah
Assalamu alayka ya
habibi, Ya Nabiyya Allah.
Ya Rasool Allah



Ya Taibatu ji’tuki sabba

li rasoulillahi muhibba
Birrawdhati sakanat rouhi
wa jiwaril hadi Muhammad

Ya Taibatu ji’tuki sabba
li rasoulillahi muhibba
Birrawdhati sakanat rouhi
wa jiwaril hadi Muhammad

Assalamu alayka ya.... Ya Rasool Allah

Assalamu alayka ya
habibi Ya Nabiyya Allah.

Assalamu alayka ya...... Ya Rasool Allah
Assalamu alayka ya
habibi Ya Nabiyya Allah
Ya Rasool Allah

Saturday, 25 June 2022

তোদের বুকে জ্বালা আর আমার হাসির পালা

 [আমাদের চারপাশে অতি সামান্য কিছু মানুষ আছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না । আসলে তারা নিজেদেরকে অন্যের চেয়ে কোনো বিষয়ে হীন মনে করে । তারা তাদের আচরণে তা প্রকাশ করে । তারা অন্যকে নিচু করে নিজেকে উচু করতে চায় । এটা তাদের মানসিক সমস্যা । তাদের আচরণ এতটাই বিরক্তিকর যা বলে বুঝানো যাবে না । তবুও তাদের এ আচরণে প্রতিবাদ করা যায় না । কারণ তারা অতি নিকটের ব্যক্তিদের মধ্যেই হয়ে থাকে । তাদের উদ্দেশ্যে আমার এই গানের বোমা... ]

তোরা যারা আমার সুখে ভেতর থেকে জ্বলিস

সুযোগ পেলেই মাইক মেরে কটু কথা বলিস

হ্যাঁ আমার সুখে কাতর যারা চাইছি তোদের বলতে

পরনিন্দা ছেড়ে শেখ, আপন পথে চলতে ।(২) 

মুখোশ পড়ে আপন সেজে সামনে আসিস ঠিক 

পিছে তোদের কাজগুলো সব আস্ত মুনাফিক । 

 

যতই করিস হিংসা তোরা করিনা তো কেয়ার

তোরাই রাখিস উচ্চে তুলে আমার বসার চেয়ার।

ভয় করিনা যে যাই বলুক সবই গলার মালা

তোদের বুকে জ্বালা আর আমার হাসির পালা। 

 

তোমার আমার উন্নতিতে কষ্ট যাদের লাগে

মুখের উপর কাজেই জবাব দেবো তাদের আগে

শকুনেরই দোয়ায় কভু গরু কি আর মরে?

তোদের হিংসায় আমার বিজয় একটু একটু করে। 

 

যতই করিস হিংসা তোরা করিনা তো কেয়ার

তোরাই রাখিস উচ্চে তুলে আমার বসার চেয়ার।

ভয় করিনা যে যাই বলুক সবই গলার মালা

তোদের বুকে জ্বালা আর আমার হাসির পালা। 


আমার ভালা দেখলে যাদের মুখখানা হয় কালা

আসল কারণ মাথায় তাদের স্ক্রুটাই ঢিলা।

গানের বোমা দিলাম ছুড়ে এই দোয়াটাই করি

সুস্থ হয়ে উঠিস তোরা হিংসা-বিদ্বেষ ছাড়ি। 

 

যতই করিস হিংসা তোরা করিনা তো কেয়ার

তোরাই রাখিস উচ্চে তুলে আমার বসার চেয়ার।

ভয় করিনা যে যাই বলুক সবই গলার মালা

তোদের বুকে জ্বালা আর আমার হাসির পালা।

 

Friday, 6 November 2020

তোমার কথা মনে হলে এ কব্জি হারায় জোর

তোমার কথা মনে হলে এ কব্জি হারায় জোর

Muhammad Abul Bashar Khan 

ঘুমন্ত এ মন হঠাৎ জেগে উঠে কোন্ আবেশে

মুখরিত হয়ে।

শুন্য এ বুকের মাঝে মহাসাগরের উত্তাল ঢেউ

যায় যে বয়ে।

জানি না আমি ভালোবাসা কি, কিবা প্রেম-বিমোহন

শুধু জানি তোমায় আমার খুব বেশি প্রয়োজন।

 

তোমার কথা মনে হলে এ কব্জি হারায় জোর

তোমার নামটা শুনলে পরেই ভেঙ্গে হই যে চূর।।

 

তোমার জন্য পাগল আমি দেহে জ্বর সর্বক্ষণ

ভুলে গেছি ক্ষুধা-তৃষ্ণা, পান কিবা ভক্ষণ।

হোমিও ডাক্তার বলেন এসে মিষ্টি হাসি হেসে

যাতে রোগ বাড়ে আবার তাতেই নাকি সারে।

তাইতো প্রেম জোয়ারে ভেসে রিক্ত হস্তে

ভিক্ষে চাহি এসে প্রিয়া তোমার দ্বারে।

দাও গো আমায় সেই মহৌষধ যাতে এ কষ্ট

হয় গো দূর।

 

তোমার কথা মনে হলে এ কব্জি হারায় জোর

তোমার নামটা শুনলে পরেই ভেঙ্গে হই যে চূর।।

 

দয়া কর এ হাত ধর, শুষ্ক হৃদয় সিক্ত কর।

দাও প্রিয়া দুঃখের গানে মিষ্টি সুখের সুর।

 

তোমার কথা মনে হলে এ কব্জি হারায় জোর

তোমার নামটা শুনলে পরেই ভেঙ্গে হই যে চূর।।

 

Friday, 23 October 2020

দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে

আ.... আ....
দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে
আরে দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে
আমার হাতে পায়ে দিয়া বেড়ি দয়াল
হাতে পায়ে দিয়া বেড়ি জিন্দা মরা মাইরাছে
বড়ি খাওয়াইছে
দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।
হাতে পায়ে আমার দিয়াছে বেড়ি
লাঞ্ছনা গঞ্জনা দয়ালগো সইতে না পাড়ি  ই.... ই....
হাতে পায়ে আমার দিয়াছে বেড়ি
লাঞ্ছনা গঞ্জনা দয়ালগো সইতে না পাড়ি
আমি সব থাকিতে হই ভিখারী দয়াল ২
সব থাকিতে হই ভিখারী
আমার বলতে কি আছে?
বড়ি খাওয়াইছে
মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।
আমার হাতে পায়ে দিয়া বেড়ি দয়াল
হাতে পায়ে দিয়া বেড়ি জিন্দা মরা মাইরাছে
বড়ি খাওয়াইছে
দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।
মুর্শিদ আমার বড়ই কর্ণধর
আমারে পাগল বানাইয়া রইলা কোন শহর? অ... অ...
মুর্শিদ আমার বড়ই কর্ণধর
আমারে পাগল বানাইয়া রইলা কোন শহর?
আমার বলতে আর কিছু নাই দয়াল
আমার বলতে আর কিছু নাই
সবকিছু তোমার হইয়াছে।
বড়ি খাওয়াইছে
মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।
আমার হাতে পায়ে দিয়া বেড়ি দয়াল
হাতে পায়ে দিয়া বেড়ি জিন্দা মরা মাইরাছে
বড়ি খাওয়াইছে
দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।
মরার দেশে গুরু হাট বসায়
জিন্দা মানুষ এলে দয়ালগো মরায় ধইরা খায়। আয়... আয়...
মরার দেশে গুরু হাট বসায়
জিন্দা মানুষ এলে দয়ালরে মরায় ধইরা খায়
পাগল আবুল বাচিতে চায় দয়াল ২
পাগল আবুল বাচিতে চায় সেই মরারই হাত থেকে। হায় হায়
পাগল আবুল বাচিতে চায় সেই মরারই হাত থেকে।
বড়ি খাওয়াইছে
মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।
আমার হাতে পায়ে দিয়া বেড়ি দয়াল
হাতে পায়ে দিয়া বেড়ি জিন্দা মরা মাইরাছে
বড়ি খাওয়াইছে
দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।আ.... আ....
দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে
আরে দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে
আমার হাতে পায়ে দিয়া বেড়ি দয়াল
হাতে পায়ে দিয়া বেড়ি জিন্দা মরা মাইরাছে
বড়ি খাওয়াইছে
দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।
হাতে পায়ে আমার দিয়াছে বেড়ি
লাঞ্ছনা গঞ্জনা দয়ালগো সইতে না পাড়ি  ই.... ই....
হাতে পায়ে আমার দিয়াছে বেড়ি
লাঞ্ছনা গঞ্জনা দয়ালগো সইতে না পাড়ি
আমি সব থাকিতে হই ভিখারী দয়াল ২
সব থাকিতে হই ভিখারী
আমার বলতে কি আছে?
বড়ি খাওয়াইছে
মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।
আমার হাতে পায়ে দিয়া বেড়ি দয়াল
হাতে পায়ে দিয়া বেড়ি জিন্দা মরা মাইরাছে
বড়ি খাওয়াইছে
দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।
মুর্শিদ আমার বড়ই কর্ণধর
আমারে পাগল বানাইয়া রইলা কোন শহর? অ... অ...
মুর্শিদ আমার বড়ই কর্ণধর
আমারে পাগল বানাইয়া রইলা কোন শহর?
আমার বলতে আর কিছু নাই দয়াল
আমার বলতে আর কিছু নাই
সবকিছু তোমার হইয়াছে।
বড়ি খাওয়াইছে
মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।
আমার হাতে পায়ে দিয়া বেড়ি দয়াল
হাতে পায়ে দিয়া বেড়ি জিন্দা মরা মাইরাছে
বড়ি খাওয়াইছে
দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।
মরার দেশে গুরু হাট বসায়
জিন্দা মানুষ এলে দয়ালগো মরায় ধইরা খায়। আয়... আয়...
মরার দেশে গুরু হাট বসায়
জিন্দা মানুষ এলে দয়ালরে মরায় ধইরা খায়
পাগল আবুল বাচিতে চায় দয়াল ২
পাগল আবুল বাচিতে চায় সেই মরারই হাত থেকে। হায় হায়
পাগল আবুল বাচিতে চায় সেই মরারই হাত থেকে।
বড়ি খাওয়াইছে
মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।
আমার হাতে পায়ে দিয়া বেড়ি দয়াল
হাতে পায়ে দিয়া বেড়ি জিন্দা মরা মাইরাছে
বড়ি খাওয়াইছে
দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।আ.... আ....
দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে
আরে দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে
আমার হাতে পায়ে দিয়া বেড়ি দয়াল
হাতে পায়ে দিয়া বেড়ি জিন্দা মরা মাইরাছে
বড়ি খাওয়াইছে
দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।
হাতে পায়ে আমার দিয়াছে বেড়ি
লাঞ্ছনা গঞ্জনা দয়ালগো সইতে না পাড়ি  ই.... ই....
হাতে পায়ে আমার দিয়াছে বেড়ি
লাঞ্ছনা গঞ্জনা দয়ালগো সইতে না পাড়ি
আমি সব থাকিতে হই ভিখারী দয়াল ২
সব থাকিতে হই ভিখারী
আমার বলতে কি আছে?
বড়ি খাওয়াইছে
মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।
আমার হাতে পায়ে দিয়া বেড়ি দয়াল
হাতে পায়ে দিয়া বেড়ি জিন্দা মরা মাইরাছে
বড়ি খাওয়াইছে
দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।
মুর্শিদ আমার বড়ই কর্ণধর
আমারে পাগল বানাইয়া রইলা কোন শহর? অ... অ...
মুর্শিদ আমার বড়ই কর্ণধর
আমারে পাগল বানাইয়া রইলা কোন শহর?
আমার বলতে আর কিছু নাই দয়াল
আমার বলতে আর কিছু নাই
সবকিছু তোমার হইয়াছে।
বড়ি খাওয়াইছে
মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।
আমার হাতে পায়ে দিয়া বেড়ি দয়াল
হাতে পায়ে দিয়া বেড়ি জিন্দা মরা মাইরাছে
বড়ি খাওয়াইছে
দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।
মরার দেশে গুরু হাট বসায়
জিন্দা মানুষ এলে দয়ালগো মরায় ধইরা খায়। আয়... আয়...
মরার দেশে গুরু হাট বসায়
জিন্দা মানুষ এলে দয়ালরে মরায় ধইরা খায়
পাগল আবুল বাচিতে চায় দয়াল ২
পাগল আবুল বাচিতে চায় সেই মরারই হাত থেকে। হায় হায়
পাগল আবুল বাচিতে চায় সেই মরারই হাত থেকে।
বড়ি খাওয়াইছে
মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।
আমার হাতে পায়ে দিয়া বেড়ি দয়াল
হাতে পায়ে দিয়া বেড়ি জিন্দা মরা মাইরাছে
বড়ি খাওয়াইছে
দয়াল মুরশিদ আমার মহব্বতেরগো বড়ি খাওয়াইছে।

Mawlaya salli by abdul malik dyck


CHORUS:
Mawlaya salla wa sallim daiman abada
‘Ala habibika khayril khalqi kullihimi

Verses:
1. Muhammadun sayyidul kawnayni wath thaqalayn
Wal fariqayni mi ‘urbin wa min ‘ajami


-chorus-

2. Huwal habibul ladhi turja shafa’atuhu
Likulli hawlin minal ahwali muqtahami

-chorus-

3. Thummar ridha ‘an Abi Bakrin wa ‘an ‘Umarin
Wa ‘an ‘Aliyyin wa ‘an ‘Uthmana dhil karami

-chorus-

4. Ya rabbi bil Mustafa balligh maqasidana

Waghfir lana ma mada ya wasi’al karami

translation

CHORUS:
O my Master, send your salutations and blessings forever
Upon Your Beloved, the best of the whole of creation

Verses:
1. Muhammad is the master of the two worlds and of Man and the jinn
Leader also of the Arabs, non-Arabs and their kin

-chorus-

2. Beloved by Allah is he upon whose pleading we depend
From terrors of the Day of Judgement,which on us descend

-chorus-

3. Then we ask You to be pleased with Abu Bakr, ‘Umar,
‘Ali and ‘Uthman the generous one

-chorus-

4. O my Lord! with the Elect One make us attain our goals
And forgive us for what has passed,
O Most Munificent One!

Wednesday, 30 September 2020

এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি

 

এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি
		খোদা তোমার মেহেরবানী।
শস্য-শ্যামল ফসল-ভরা মাঠের ডালিখানি
		খোদা তোমার মেহেরবানী।।
	তুমি কতই দিলে রতন
	ভাই বেরাদর পুত্র স্বজন
ক্ষুধা পেলেই অন্ন জোগাও মানি চাই না মানি।।
খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পায়
তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়।
	শ্রেষ্ঠ নবী দিলে মোরে
	তরিয়ে নিতে রোজ-হাশরে
পথ না ভুলি তাইতো দিলে পাক কোরানের বাণী।।