Monday, 26 September 2022

আগে কি সুন্দর দিন কাটাইতাম

আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম

হিন্দু বাড়িতে যাত্রা গান হইত
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম
জারি গান, বাউল গান
আনন্দের তুফান
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম 

আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম

বর্ষা যখন হইত,
গাজির গান আইত,
রংগে ঢংগে গাইত
আনন্দ পাইতাম
কে হবে মেম্বার,
কে বা গ্রামসরকার
আমরা কি তার খবরও লইতাম
হায়রে আমরা কি তার খবরও লইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম

আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম 

বিবাদও ঘটিলে পঞ্চায়েতের বলে

গরিব কাঙ্গালের বিচার পাইতাম

মানুষ ছিল সরল ছিল ধর্মবল 

এখন সবাই ভাবে বড়লোক হইতাম হায়রে 

এখন সবাই ভাবে বড়লোক হইতাম 

আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম

করি সেই ভাবনা
সেই দিন আর পাব নাহ
ছিল বাসনা সুখি হইতাম
দিন হতে দিন
আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম হায়রে 

করিম দীনহীন কোন পথে যাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম….

——————
শাহ আব্দুল করিম

 

Thursday, 30 June 2022

Assalamu alaika ya rasoolullah by Maher Zain

 Raqqat ‘ainaya shawqan

wa li Taibata tharafat ‘ishqan

Fa’ataytu ila habibi
fahda’ ya qalbu wa rifqan
Salli ‘ala Muhammad.

Assalamu alayka ya...... Ya Rasool Allah

Assalamu alayka ya
habibi, Ya Nabiyya Allah.

Assalamu alayka ya.. Ya Rasool Allah
Assalamu alayka ya
habibi Ya Nabiyya Allah.
Ya Rasool Allah



Qalbun bil Haqqi ta’allaq

wa bi ghari hira’a ta’allaq

Yabki yas’alu khaliqahu
fa’atahul wahyu fa’ashraq
Iqra’ iqra’ ya Muhammad.

Assalamu alayka ya... Ya Rasool Allah

Assalamu alayka ya habibi
Ya Nabiyya Allah...

Assalamu alayka ya.... Ya Rasool Allah
Assalamu alayka ya
habibi, Ya Nabiyya Allah.
Ya Rasool Allah



Ya Taibatu ji’tuki sabba

li rasoulillahi muhibba
Birrawdhati sakanat rouhi
wa jiwaril hadi Muhammad

Ya Taibatu ji’tuki sabba
li rasoulillahi muhibba
Birrawdhati sakanat rouhi
wa jiwaril hadi Muhammad

Assalamu alayka ya.... Ya Rasool Allah

Assalamu alayka ya
habibi Ya Nabiyya Allah.

Assalamu alayka ya...... Ya Rasool Allah
Assalamu alayka ya
habibi Ya Nabiyya Allah
Ya Rasool Allah

Saturday, 25 June 2022

তোদের বুকে জ্বালা আর আমার হাসির পালা

 [আমাদের চারপাশে অতি সামান্য কিছু মানুষ আছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না । আসলে তারা নিজেদেরকে অন্যের চেয়ে কোনো বিষয়ে হীন মনে করে । তারা তাদের আচরণে তা প্রকাশ করে । তারা অন্যকে নিচু করে নিজেকে উচু করতে চায় । এটা তাদের মানসিক সমস্যা । তাদের আচরণ এতটাই বিরক্তিকর যা বলে বুঝানো যাবে না । তবুও তাদের এ আচরণে প্রতিবাদ করা যায় না । কারণ তারা অতি নিকটের ব্যক্তিদের মধ্যেই হয়ে থাকে । তাদের উদ্দেশ্যে আমার এই গানের বোমা... ]

তোরা যারা আমার সুখে ভেতর থেকে জ্বলিস

সুযোগ পেলেই মাইক মেরে কটু কথা বলিস

হ্যাঁ আমার সুখে কাতর যারা চাইছি তোদের বলতে

পরনিন্দা ছেড়ে শেখ, আপন পথে চলতে ।(২) 

মুখোশ পড়ে আপন সেজে সামনে আসিস ঠিক 

পিছে তোদের কাজগুলো সব আস্ত মুনাফিক । 

 

যতই করিস হিংসা তোরা করিনা তো কেয়ার

তোরাই রাখিস উচ্চে তুলে আমার বসার চেয়ার।

ভয় করিনা যে যাই বলুক সবই গলার মালা

তোদের বুকে জ্বালা আর আমার হাসির পালা। 

 

তোমার আমার উন্নতিতে কষ্ট যাদের লাগে

মুখের উপর কাজেই জবাব দেবো তাদের আগে

শকুনেরই দোয়ায় কভু গরু কি আর মরে?

তোদের হিংসায় আমার বিজয় একটু একটু করে। 

 

যতই করিস হিংসা তোরা করিনা তো কেয়ার

তোরাই রাখিস উচ্চে তুলে আমার বসার চেয়ার।

ভয় করিনা যে যাই বলুক সবই গলার মালা

তোদের বুকে জ্বালা আর আমার হাসির পালা। 


আমার ভালা দেখলে যাদের মুখখানা হয় কালা

আসল কারণ মাথায় তাদের স্ক্রুটাই ঢিলা।

গানের বোমা দিলাম ছুড়ে এই দোয়াটাই করি

সুস্থ হয়ে উঠিস তোরা হিংসা-বিদ্বেষ ছাড়ি। 

 

যতই করিস হিংসা তোরা করিনা তো কেয়ার

তোরাই রাখিস উচ্চে তুলে আমার বসার চেয়ার।

ভয় করিনা যে যাই বলুক সবই গলার মালা

তোদের বুকে জ্বালা আর আমার হাসির পালা।